Site icon News Bengal Online

ভারত সেবাশ্রম সঙ্ঘ সুন্দরবনে প্রায় ২০ হাজার ফলের গাছ বসাচ্ছে

নিজস্ব প্রতিনিধি –

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এবং ভাঙ্গন রোধে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে ভারত সেবাশ্রম সংঘ। আয়লার পর থেকে নদী বাঁধ রক্ষা করতে কয়েক লক্ষ নারকেল, আম, কাঁঠাল,জামরুল, সবেদা গাছ সহ বিভিন্ন ফলের গাছ বসানো

হয়েছে। এবছর ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ফের কুড়ি হাজার ফলের গাছ বসানো শুরু করল ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান কার্যালয় বালিগঞ্জে সংঘের সন্ন্যাসীদের হাতে আম, কাঁঠাল, লেবু সহ বিভিন্ন গাছ তুলে দেওয়া হয়

রবীন্দ্রসরোবর ফ্রেন্ডস ফোরাম ও লায়ন্স ক্লাব অফ সাউথ ক্যালকাটার উদ্যোগে। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, এই কুড়ি

হাজার গাছ সুন্দরবনের বিভিন্ন এলাকায় সংঘের যে শাখা গুলি রয়েছে তাদের মাধ্যমে এবং গ্রামবাসিন্দাদের মাধ্যমে রোপন করা হবে। আগামী দিনে আরো কয়েক লক্ষ গাছ বসানোর পরিকল্পনা রয়েছে।

Exit mobile version