Site icon News Bengal Online

বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী গাইলেন সত্যজিৎ রায়ের অমর গোয়েন্দা চরিত্র ফেলুদাকে নিয়ে গান

নিজস্ব প্রতিনিধি –

রায় বাড়িতে প্রথম বার নচিকেতা, ফেলুদার গান প্রকাশ করলেন সন্দীপ রায়। মূল ভাবনা এবং গানের কথা অভিজিৎ পালের। এখানে নচিকেতা চক্রবর্তী তোপসের ভূমিকায়। তোপসের চোখে ফেলুদার বর্ননা এই গানের মূল বক্তব্য।এ গানের প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল সত্যজিৎ রায়ের বাড়িতে, খোদ সন্দীপ রায়ের উপস্থিতিতে। নচিকেতা চক্রবর্তী বললেন,”এরকম একটা রিলিজ সত্যি ভাবিনি। ভেবেছিলাম অন্য কোনো জায়গায় হবে।আমি সত্যি আপ্লুত। আর অনেকের মতো আমিও ফেলুদার ভক্ত। আমি আমার প্যাশন থেকে গেয়েছি। পরের বছর নিজে লিখে, সুর করে, গাইব

সত্যজিৎ রায়কে নিয়ে গান। অভিজিৎ খুব সুন্দর লিখেছেন, কৌস্তব চট্টোপাধ্যায় এর সুরে গানটা গেয়ে খুব ভালো লেগেছে আমার।এ বাড়ি আমার কাছে তীর্থস্থান, তাই লিফ্ট দিয়ে নয়, সিঁড়ি ভেঙে উঠেছি।” সন্দীপ রায় বললেন,” আসলে ফেলুদা, শঙ্কু এঁরা সবাই হলেন সত্যজিৎ স্বয়ং। তাই ফেলুদার বাড়িতেই গানটা প্রকাশ পাক সেটাই চেয়েছিলাম। ফেলুদাকে নিয়ে গান প্রকাশের এই বাড়ির থেকে আর ভালো জায়গা কিই বা হতে পারত!” অভিজিৎ পালের কথায় তাঁর অনেক দিনের স্বপ্ন পূর্ণ হলো।গানটা এফএমডি বাংলা ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

Exit mobile version