Site icon News Bengal Online

বাগীশ্বরী বন্দনায় সঙ্গীতশিল্পী শুভজিৎ

নিজস্ব প্রতিনিধি –

আজ সরস্বতী পুজো, বাগ্-দেবীর আরাধনায় মেতে উঠেছে সারা বাংলা, তার ব্যাতিক্রমী নন সেলিব্রেটি শিল্পী কলাকুশলী থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গুলিও। সঙ্গীত জগতের কিংবদন্তি সঙ্গীতশিল্পীদের পাশাপাশি নিজের বাড়িতে বাগীশ্বরী বন্দনায় মেতেছেন বাংলা গানের এ প্রজন্মের অন্যতম প্রতিভাবান সঙ্গীতশিল্পী শুভজিৎ ও। রীতি অনুসারে পুজো, পুষ্পাঞ্জলি, আরতির পাশাপাশি ভোগেও থাকছে বেশ কিছু বিশেষ পদ, সবটা মিলিয়ে দুর্দান্ত আয়োজন। নিজের ফেসবুক ওয়ালে সকলকে সাদর আমন্ত্রণ জানাতেও ভোলেননি শিল্পী স্বয়ং।

আর এদিন বাগ্ দেবীর আরাধনার পাশাপাশিই প্রতি বছরের মতো শুভজিৎ দে অফিশিয়াল এর তরফে ২০২৪-এ তাদের নিজস্ব প্রজেক্ট গুলো কি হতে চলেছে তা শ্রোতাদের সামনে তুলে ধরা হলো শুভ মহরত এর মধ্যে দিয়ে। এ বছর আবারও বেশ কিছু দিন বাদে রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে শুভজিৎ এর কন্ঠে, প্রতি বছরের ন্যায় এবারও নিজের কথা ও সুরে পুজোয় নতুন মৌলিক বাংলা গান প্রকাশের এর পাশাপাশি কিছু ফোক মেডলিও শ্রোতাদের সামনে আসতে পারে যেখানে শুভজিৎ এর সাথে গলা মেলাতে পারেন অরিন্দম মন্ডলের মতো তরুণ প্রজন্মের বেশ কিছু প্রতিশ্রুতিমান নতুন মুখ, প্রজেক্ট কোর্ডিনেটর হিসেবে থাকছেন শাওন কর ও প্রোগ্রাম‌ কোর্ডিনেটর শুভজিৎ সরকার।

তবে প্রতি বছরের মতো পোস্টার প্রকাশ্যে এলেও সঙ্গীতায়োজক থেকে যন্ত্রশিল্পীদের কোনও নাম এদিন প্রকাশ করা হয়নি। শুভজিৎ দে অফিশিয়াল বরাবরই নতুন প্রতিভাদের তুলে ধরেছে, তাহলে কি নতুন কোনও মুখ জায়গা করতে পারে সঙ্গীতায়োজন থেকে যন্ত্রসঙ্গীতে নাকি বাকিদেরই নতুন ভাবে দেখা যাবে সেটা পুরোটাই আসলে একটা চমক, কিছু সময়ের অপেক্ষা।

অনলাইন নিউজ পার্টনার হিসেবে শুভজিৎ দে অফিশিয়াল টিম এর সকলের জন্য রইলো আমাদের অনেক অনেক শুভকামনা।

Exit mobile version