Site icon News Bengal Online

নন্দন প্রেক্ষাগৃহে মুক্তি পেল ডাঃ সুমিতা সাহার প্রথম পরিচালিত ছবি “মাতৃরূপেণ”

নিজস্ব প্রতিনিধি –

নারী শক্তিকে কেন্দ্র করে ‘ মাতৃরূপেণ’। ছবিটি গত ১৫-৬-২০২৪ তারিখে ‘ নন্দন ‘ এ মুক্তি পেয়েছে । মুক্তিময়ী ফিল্মস নিবেদিত ‘ মাতৃরূপেণ ছবিটি দুটি গল্প নিয়ে তৈরি হয়েছে।প্রথম গল্পটির নাম ‘অপরাজিতা ‘ । এই সমাজে কন্যা সন্তানের ভূমিকা নিয়ে লেখিকা তার লেখনী ধরেছেন এবং প্রতিবাদে সোচ্চার হয়েছেন কন্যা ভ্রূন হত্যার বিরুদ্ধে । এই ছবির সময়সীমা চল্লিশ মিনিট, পরের ছবি ‘ শ্রীচরণেষু মা ‘

এই ছবিটি দেড় ঘন্টার।পরিচালক ডাঃ সুমিতা সাহা তার মা শ্রীমতী মুক্তিময়ী সাহার জীবনের গল্প নিয়ে চিত্রনাট্য তৈরি করেছেন। মুক্তিময়ী দেবীর বয়স এখন ৮৬ বছর । এই সিনেমাটিতে দেখানো হয়েছে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে কিভাবে প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হয়েও স্বামীর সহযোগিতায় তিনি বাড়িতেই লেখাপড়া শিখে প্রচুর কবিতা লিখেছেন এবং প্রচুর জ্ঞান অর্জন করেছেন । অক্লান্ত পরিশ্রম করে ছেলেমেয়েদের মানুষ করেছেন। তাদের লেখাপড়া , গান , গিটার , সবকিছু শিখিয়েছেন । সৃষ্টি করেছেন এক অমূল্য কবিতার সম্ভার ‘একগুচ্ছ কবিতা ‘ । ২০১১ সালে তার লেখা ‘একগুচ্ছ কবিতা ‘ বইটি প্রকাশিত হয় ।
‘ অপরাজিতা ‘ এবং ‘শ্রীচরণেষু মা ‘ এই দুটি ছবি একত্রে নামকরণ করা হয়েছে
‘ মাতৃরূপেণ নন্দনে এক সাংবাদিক সম্মেলনে ডাঃ সুমিতা সাহা জানালেন’ মাতৃরূপেণ ‘ ছবির কাহিনী , চিত্রনাট্য ও পরিচালনা তিনি করেছেন । এই ছবিতে চমৎকার অভিনয় করেছেন সঞ্জীব সরকার, চন্দ্রনীভ মুখোপাধ্যায় , সুস্মিতা রায় , শ্যামল চক্রবর্তী , ঝুলন ভট্টাচার্য এবং সুপর্ণা দে । এই ছবির সহযোগী পরিচালক হলেন শঙ্কু ভট্টাচার্য্য । চিত্রগ্রহণ- উজ্জ্বল ভট্টাচার্য্য । সম্পাদনা- অশোক দলুই । শব্দ গ্রহণ-সপ্তর্ষি মণ্ডল । আবহ সংগীত করেছেন অম্লান হালদার । সংগীত পরিচালনা-বিদ্রোহী ঘোষ । ছবিতে অভিনয় ও বেশ কিছু সংগীত পরিবেশন করেছেন মধুমিতা সাহা ।

সব মিলিয়ে সবার দেখার মতন ছবি
‘ মাতৃরূপেণ’ ।

Exit mobile version