Site icon News Bengal Online

দোল উৎসব পালিত হল “ভারত সেবাশ্রম সঙ্ঘে”

নিজস্ব প্রতিনিধি –

কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের আবাসিক ছাত্ররা দোল খেলায় মেতে ওঠল। দোল উৎসব উপলক্ষে সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রনবানন্দ মহারাজের মুর্তিতে আবির ছুঁইয়ে প্রনাম করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী

বিশ্বাত্মানন্দ মহারাজ। পরে ছাত্ররা স্বামীজীদের পায়ে আবির ছুঁইয়ে দিয়ে নিজেদের মধ্যে আবির খেলায় মেতে ওঠেন।

Exit mobile version