Site icon News Bengal Online

দক্ষিণ কোলকাতার বিভিন্ন সামাজিক সংস্থার সৌজন্যে এবার বছরভর চলবে অঙ্কন প্রদর্শনী 

নিজস্ব প্রতিনিধি –

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে টালিগঞ্জ করুণাময়ী মোড় সংলগ্ন উত্তরায়ণ ক্লাব প্রাঙ্গণে হরিদেবপুর, পুটিয়ারী, বড়িশা, ঠাকুরপুকুর অঞ্চলের ক্লাব সংগঠকদের মিলিত উদ্যোগে আয়োজিত বর্ষব্যাপী ‘অঙ্কন প্রদর্শনী’-র প্রচার

কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হল বছরভর অঙ্কন প্রদর্শনীর শুভ সূচনা। সংস্থার আহ্বায়ক সঞ্জয় মজুমদার বলেছেন, “কোথায় যেন মনে মনে হচ্ছে ধীরে ধীরে বাঙালীয়ানার উপর অনভিপ্রেত তথা সম্পূর্ণ অনাকাঙিক্ষত

রূপে এক ভিন সংস্কৃতির চাপ দেওয়ার প্রচেষ্টা সুকৌশলে শুরু হয়ে গেছে। বাংলা ও বাঙালীকে তাঁদের আপন অস্বস্তিকে বজায় রাখতেই আজ আরো বেশি করে একীভূত হতে হবে।

বাংলার অঙ্কন শৈলী সহ যা যা বাংলার নিজস্ব ঐতিহ্য তাকে সগৌরবে রক্ষা করতে হবে। এরই ফলশ্রুতি রূপে ‘বিয়ণ্ড দ্য এজ, কোলকাতা’-র এগিয়ে চলা।

উপস্থিত ছিলেন সঞ্জয় মজুমদার,অভিজিৎ দাস, দীপঙ্কর চ্যাটার্জী, অজয় মজুমদার,  নটো দাস সহ আরো অন্যান্য সদস্য এবং সদস্যরা।

ছবি – রণেশ বিশ্বাস।

Exit mobile version