Site icon News Bengal Online

ডালখোলা উত্তর দিনাজপুরে পালিত হল মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প

এস, দত্ত ডালখোলা –

ন্যাশনাল সেলস এন্ড এজেন্সি এন্ড এগ্রি নেশনের উদ্যোগে ডালখোলা উত্তর দিনাজপুর পূর্নিয়া মোড়ে হয়ে গেল অষ্টম তম মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প। সব মিলিয়ে প্রায় ২৫০ জন

রক্তদাতা রক্ত দান করলেন এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পে।
আয়োজক সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রী সঞ্জয় কুমার গুপ্তা, শ্রী মৃত্যুঞ্জয় কুমার ও শ্রী উজ্জ্বল গুপ্তা সহ ডালখোলার পৌরপিতা শ্রী স্বদেশ সরকার প্রমূখ। সমগ্র অনুষ্ঠানের সহযোগিতা ছিলো লায়ন্স ক্লাব অফ ডালখোলা ইউথ।

Exit mobile version