Site icon News Bengal Online

কবীরের রবিগান দেখুন টিভি ৯ বাংলায়

নিজস্ব প্রতিনিধি –

‘আজ নবীন মেঘের সুর লেগেছে।’ বাবার কাছে শেখা প্রথম রবিগান। রবি-কবিকে কাছে এনে দিচ্ছিলেন বাবাই। বাবা বলছেন, ‘লয়, লয়, লয়। টেম্পো…। চাবকে গা। পক্ষীরাজ ঘোড়া ছুটিয়ে উড়িয়ে গান গা।’ ছাত্রের নাম কবীর সুমন। ৭৫-এর নবীন কবীর সুমনের গানের পক্ষীরাজ আজও ছুটছে। একেবারে বাঁধনহারা জলরোলে। মনে তো তাঁর রবিগানের নিত্য যাওয়া-আসা।TV9 বাংলায় সেই অভিজ্ঞতাই ভাগ করে নিলেন কবীর সুমন। সঙ্গে তাঁর একান্ত আপন, রবিগান সঙ্গে নিয়ে গভীর-নির্জন পথ চাওয়ার আনন্দ। সুমনের জীবনের নানা ক্ষণের রবীন্দ্রসঙ্গীত উঠে এল গানেই গানেই। সুরকার রবিকবিকেও খুঁজলেন তিনি। বাংলা টেলিভিশন চ্যানেলে এই প্রথম। আগে কখনও কোনও টেলিভিশন চ্যানেলে কবীর সুমন করেননি এমনধারা অনুষ্ঠান। তাই কেতাবি লব্জে এই অনুষ্ঠান সুপার Super Exclusive, ৯ মে, রবীন্দ্রনাথেরই আর একটি চিরনতুন জন্মদিনে দেখুন ‘কবীরের রবিগান’ ৯ মে, মঙলবার, সকাল ৮ টা। চোখ রাখুন TV9 বাংলায়। সাক্ষী থাকুন এক বিরল অভিজ্ঞতার।

Exit mobile version