Site icon News Bengal Online

এস ফ্যাক্টর এর ফ্যাশন শো এ বসলো চাঁদের হাট

নিজস্ব প্রতিনিধি –

আবির ভাব লগ্নেই বাজিমাত করে দিল ‘সাউণ্ড অব সোম প্রোডাকশনস’ আয়োজিত ফ্যাশন শো অভিজ্ঞ মহলের মতে, ‘এই সংস্থার মেলবন্ধন নতুন এক যুগের সূচনা করল কোলকাতায়।

অভিনবত্ব, প্রতিভা ও বৈচিত্র্যের উদযাপনের সাক্ষী হয়ে রইলো শহর কলকাতা। আর এ সবেরই মিশেল দেখা গেলো ‘সাউন্ড অফ সোম প্রোডাকশনস্’ আয়োজিত প্রথম ‘এস ফ্যাক্টর ফ্যাশন শো’ তে।

গতকাল সন্ধ্যায় বাইপাস সংলগ্ন একটি ক্লাবে আয়োজিত এই শোয়ে আশি জন প্রতিশ্রুতিবান মডেল অংশ নেয়। মিস্টার, মিস্ এবং মিসেস – এই তিনটি বিভাগ ছাড়াও বাচ্চাদের জন্য ছিল একটি বিশেষ বিভাগ। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের জন্য ছিল পুরস্কার। এছাড়া

অংশগ্রহণকারীদের সবাইকে মেমেন্টো ও সার্টিফিকেট দেওয়া হয়। এই ফ্যাশন শোয়ের বিচারক ছিলেন চলচ্চিত্র পরিচালক সুদীপ রঞ্জন সরকার, ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা ও ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জি।

‘সাউন্ড অফ সোম প্রোডাকশনস্’ এর প্রতিষ্ঠাতা সোমক সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটা শুধু মাত্র একটা ফ্যাশন শো নয়। এই শো হলো – এক ছাদের তলায় ফ্যাশন, মিউজিক ও শিল্পের মেলবন্ধন। এস ফ্যাক্টরের লক্ষ্য হলো সৃজনশীলতা ও ব্যক্তিত্বের বিকাশ ঘটানো।

‘সাউন্ড অফ সোম প্রোডাকশনস্’ এর অপর প্রতিষ্ঠাতা বিজলী ঘোষ কর্মকার জানিয়েছেন, এই ফ্যাশন শোয়ে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে নির্বাচিত বেশ কয়েকজন মডেলকে তাঁদের প্রোডাকশনস্ এর ব্যানারে নির্মিত আগামী স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে সুযোগ দেওয়া হবে।

উল্লেখ্য, ফ্যাশন শোয়ের পাশাপাশি এদিন সাউন্ড অফ সোম প্রোডাকশনস্ এর একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র মুক্তি পায়। এছাড়াও দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত একটি ক্ষুদ্র ছবি প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেত্রী ও মডেল পারিজাত চক্রবর্তী, তালবাদ্য শিল্পী মল্লার ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার পাঞ্চালী মুন্সী, বাণিজ্য কর অধি দপ্তরের সহকারী কমিশনার নাসকিন বক্স ও আরো অনেকে।

Exit mobile version