নিজস্ব প্রতিনিধি –
স্বামী প্রণবানন্দ মহারাজের আদর্শে দুঃস্থ মানুষের স্বাস্থ্য সেবায় দক্ষিণ ২৪ পরগনার কাছে পৈলানে নিজস্ব সেবাশ্রম হাসপাতাল গড়ে ওঠে। সেই হাসপাতালে বিভিন্ন বিভাগে পরিষেবা প্রদান হলেও এবার এমআরআই স্ক্যানের জন্য অত্যাধুনিক ইউনিট চালু হল। বৃহস্পতিবার এই নয়া আধুনিক পরিষেবার সূচনায় উপস্থিত হয়েছিলেন প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য, রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ

নিগম, হাসপাতালের সভাপতি স্বামী ব্রহ্মত্মানন্দ মহারাজ, কার্যকরী সম্পাদক পূর্ণাত্মানন্দ মহারাজ, ফিজি ভারতসেবাশ্রমের সভাপতি সংযুক্তানন্দ মহারাজ। এদিন স্বামী ব্রহ্মত্মানন্দ মহারাজ বলেন, ২০১০ সাল থেকে হাসপাতালে MRI ইউনিট চালু ছিল। ৩৫ টেসলা মেশিন ছিল যা মাধ্যমে পরিষেবা দেওয়া হত। কিন্তু স্বল্প সময়ে খুব দ্রুত ও সঠিক স্ক্যান করার জন্য ১.৫ টেসলা মেশিনে এমআরআই হবে। ৪২০০ টাকায় প্রতি স্ক্যান করা হবে বলে জানানো হয়েছে। আগামী দিনে হাসপাতালে ৩০০ বেড করা হচ্ছে। এছাড়াও ২৪ বেডের আইসিইউ ও ১টি আইসিইউ

হাসপাতালে রয়েছে। হাসপাতালে ৪টি সুপার স্পেশালিটি মডেলের ওটি চালু হয়েছে। একইসঙ্গে নতুন বিভাগ নিউরোলজি চালু হয়েছে। মহারাজ বলেন, ল্যাবের পরীক্ষার ক্ষেত্রে সাধারণ মানুষ অন্য জায়গা থেকে গুনগত মান কম এমন ল্যাব থেকে করলে সঠিক হয় না। ফলে চিকিৎসার মান খারাপ হচ্ছে সেই কথা মাথায় আমরা নিজেদের ল্যাবে

পরীক্ষা করার বিষয়ে বলি।এদিন নিগম বলেন, ১৯৯৯ সালে প্রথম বাংলায় আসি তখন বাংলা জানতাম না। তারপর বাংলা শিখেছি। এখন কর্মভূমিতে মাছ খেতে শিখেছি। ফলে এই বাংলা আমার কাছে প্ৰিয়।