Site icon News Bengal Online

আলোকচিত্র প্রদর্শনী আয়োজনে “গ্লোবাল ফটোগ্রাফিক সোসাইটি”

নিজস্ব প্রতিনিধি –

কোলকাতার আই সি,সি আর এ শেষ হল ‘গ্লোবাল ফটোগ্রাফিক সোসাইটি’-র দ্বিতীয় বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী। আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা এবং অ্যাডমিন অভিজিৎ দত্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গ্লোবাল ফটোগ্রাফিক সোসাইটি মূলত একটা ফেসবুক গোষ্ঠী। এই মুহূর্তে গোষ্ঠীর সদস্য সংখ্যা ১৫ হাজারের বেশি। এই বছর

আমরা ৮১ জন আলোকচিত্রীর মোট ২১০ টা আলোকচিত্রকে প্রদর্শনীতে স্থান দিতে সমর্থ হয়েছি। তার মধ্যে থেকেই সেরা ৩০ টা আলোকচিত্রকে আজ পুরস্কৃত করা হয়েছে।”

আয়োজক সংস্থার তরফে অপর অ্যাডমিন পূজা গুহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “দুদিনের আলোকচিত্র

প্রদর্শনীর শেষ দিনে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের দুই যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার ও পাঞ্চালি মুন্সী-র উপস্থিতিতে আজ এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী আলোকচিত্রীদের হাতে স্মারক সহ শংসাপত্র তুলে দেওয়া হয়।

Exit mobile version