Site icon News Bengal Online

আলোকচিত্রী অনুপম হালদার-এর দুদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘মা আসছে’-র অন্তিম মুহূর্তে প্রদর্শনী স্থল ঘুরে গেলেন শিক্ষাবিদ পবিত্র সরকার ও প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেন

নিজস্ব প্রতিনিধি –

“অল্পবয়সী মেয়ে ও মহিলাদের সম্মান করুন, সমাজও আপনার শ্রদ্ধাশীল হবে”, বলে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেন। ‘অ্যাকাডেমী অব ফাইন আর্টস’-এ অনুপম হালদারের দশম একক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করতে এসে মেহতাব হোসেন স্পষ্টভাবে এই কথা জানিয়েছেন।
তিনি আরো জানিয়েছেন, “বলতে তো চাই অনেক কিছু কিন্তু বেশি কথা বলা বোধহয় সমীচীন নয়।”

আলোকচিত্রী অনুপম হালদার-এর দুদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘মা আসছে’-র অন্তিম মুহূর্তে আজ প্রদর্শনী স্থল ঘুরে গেলেন ভাষা ও সাহিত্য বিশারদ তথা শিক্ষাবিদ পবিত্র সরকার, প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেন।

কোলকাতার ‘অ্যাকাডেমী অব ফাইন আর্টস’-এর নর্থ, ওয়েস্ট, নিউ সাউথ এ এবং বি গ্যালারিতে গতকাল থেকে চলছে এই আলোকচিত্র প্রদর্শনী।

বলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর বর্ষীয়ান অভিনেত্রী তথা নায়িকা মন্দাকিনী ও টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী পাওলি দামের উপস্থিতিতে থেকে এখানে চলছিল আলোকচিত্র প্রদর্শনী।

Exit mobile version