Site icon News Bengal Online

৫৫ তম বর্ষে পদার্পণ করল হিন্দুস্তান ভলেন্টিয়ার্সের দুর্গাপূজা

এস,সাহা –

“মা তোমার চরণে দিলাম ফুল ক্ষমা করো মোর সব ভুল” এই উক্তিটি নিয়ে ও খুঁটি পূজার মাধ্যমে এবছরের শারদ উৎসবের শুভ সূচনা করলো হিন্দুস্তান ভলেন্টিয়ার্স ক্লাব এয়ারপোর্ট ১ নম্বর গেট কালীবাড়ি সংলগ্ন মাঠে প্রতিবছরই মা মহামায়ার

আরাধনা হয়ে আসছে এ বছরে ৫৫ তম বর্ষে পদার্পণ করল এই পুজো। শুধুমাত্র পুজোতেই নয় সারা বছরই এই ক্লাব বিভিন্ন ধরনের সমাজসেবার সাথে যুক্ত থাকে। হিন্দুস্থান ভলান্টিয়ার্স ক্লাবের ৫৫ তম খুঁটি পূজার অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদম পৌরসভার উপ

পৌরপ্রধান ও পুজো কমিটির মুখ্য পৃষ্ঠপোষক শ্রী বরুণ নট্ট মহাশয়, পৌর মাতা শ্রীমতি অম্বিকা উপাধ্যায় মহাশয়া এবং টেলিভিশন সিরিয়াল জগতের বিশিষ্ট চিত্রশিল্পী শ্রীমতি

সোনামনি সাহা। এছাড়া সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাবের সকল সদস্য এবং সদস্যরা। ক্লাব সদস্য শ্রী মানব পাল আমাদের জানান করোনার জন্য কয়েক বছর আমরা এই পূজো মোটামুটি ভাবেই করেছি। এই বছর পুজোতে আমাদের কিছু বিশেষ পরিকল্পনা আছে সেটি আমরা আস্তে আস্তে

আপনাদেরকে জানাবো। আজ ৫৫ তম বর্ষের খুঁটি পূজা সম্পন্ন হল যারা ছিলেন আমাদের পাশে তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে।

Exit mobile version