২৫ তম বর্ষে পদার্পণ করল কলকাতার কফি হাউস এর আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবির

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

‘কফি হাউস প্রেমী দিবস’-এর বিশেষ দিনে সুরসম্রাট সলিল চৌধুরী (জন্ম : ১৯ নভেম্বর ১৯২৫)-র স্মরণে ‘ইণ্ডিয়ান কফি হাউস’-এর বর্তমান চালিকাশক্তি ‘কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন’ আজ ‘উদ্দেশ্য একটাই : রক্তদান’ নামাঙ্কিত বারো ঘণ্টা ব্যাপী এক রক্তদান শিবির সম্পন্ন করল।

অনুষ্ঠানের বিভিন্ন সময়ে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও বাগিচা ফসল বিভাগের মন্ত্রী অরূপ রায়, মান্না দে-র গাওয়া বিখ্যাত গান ‘কফি হাউসের সেই আড্ডাটা’ গানের সুরকার সুপর্ণকান্তি ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, ফুটবলার মৃদুল ব্যানার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

আয়োজক শিবিরের তরফে সম্পাদক অচিন্ত্য লাহা বলেছেন, “২০০১ সালের আগে কলেজ স্ট্রিটের কফি হাউস শুধুমাত্র কফি পান ও আড্ডা মারার জায়গা ছিল, ২০০১ সাল থেকে আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করতে শুরু করি। এই বছর রজতজয়ন্তী বর্ষে পদার্পণ করল ‘ইণ্ডিয়ান কফি হাউস’-এর এই রক্তদান শিবির।”

More From Author

হ্যালো কলকাতা উৎকর্ষ সন্মান পেলেন প্রবীণ সাংবাদিক গোপাল দেবনাথ

Interventional Radiology-revolutionizing treatments for multiple diseases and critical component of modern health care

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *