নিজস্ব প্রতিনিধি –
প্রতি বছরের ন্যায় এবছরের আমাদের ১২ তম আমহার্স্ট স্ত্রীট আম উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৩ই জুন সন্ধে ৬টায়।। আজকে শহরের নামকরা বিশিষ্ট সাংবাদিক দের নিয়ে প্রেস মিট করে ফেললেন পৌর প্রতিনিধি শ্রীমতি সোমা চৌধুরী ও ৩৭ নং ওয়ার্ড এর সভাপতি শ্রী প্রিয়াল চৌধুরী।।। আমাদের এই আম উৎসব কে কেন্দ্র করে পুরো ৩৭ নম্বর
ওয়ার্ড এর সকল পরিবার আনন্দে মেতে ওঠে।। পুরো একটা সন্ধ্যা তে খাওয়া দাওয়া হাসি গল্পঃ করেই দিন কেটে যায়।। শহরের বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে চিত্রনাট্য জগৎ থেকে শুরু করে খেলা ধুলা র দুনিয়া থেকে শুরু করে শিক্ষার সাথে যুক্ত সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন।। সাথে থাকে গান বাজনার আয়োজন।। এই আমহার্স্ট স্ত্রীট আম উৎসব এর জন্য ৩৭ এর সকল পরিবার সারাবছর অপেক্ষা করে থাকে।।।