Thursday, 12 December 2024
Trending

বিনোদন

স্বপ্নযাপনের গল্প বলতে আসছে বাংলা ছায়াছবি “মন পতঙ্গ”

নিজস্ব প্রতিনিধি –

অরোরা ফিল্ম কর্পোরেশন প্রযোজিত অঞ্জন বসু নিবেদিত, শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পালের দ্বিতীয় ফিচার ছবি ‘মন পতঙ্গ’- মাইন্ড ফ্লাইজ, ছবির বড় পর্দায় শুভমুক্তির ঘোষণা করল। বড়দিনের ঠিক আগেই, আগামী ১৩ ডিসেম্বর ২০২৪, মুক্তি পাবে এই ছবি। বেশ কিছু চলচ্চিত্র উৎসবে দর্শক ও সমালোচকদের দ্বারা প্রশংসিত হওয়ার পর, বড়পর্দায় স্বপ্নযাপনের গল্পই বলতে আসছে এই ছবি। কলকাতার লেনিন সরণির ব্যস্ততম ফুটপাতের মানুষদের সঙ্গে নিয়ে

রিলিজ করা হল ছবিটির ট্রেলার। ওই মানুষদের দেওয়া হল মশারি ও কম্বল। এই ছবিতে অসংখ্য মানুষ অভিনয় করেছেন যাঁরা বাস্তবিকভাবেই ফুটপাতে থাকেন। এই ছবি এমন অনেক মানুষের গল্প বলে যারা দৈনন্দিন জীবনে ফুটপাতে বাঁচার লড়াই করেন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ বাংলা ছবির সম্মান পাওয়ার পর একাধিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে রাজদীপ-শর্মিষ্ঠার এই ছবি । শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে পেয়েছে গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার। ‘ওদের প্রথম ফিচার ফিল্ম ‘কালকক্ষ’ জাতীয় পুরস্কার পাওয়ার পর থেকে প্রযোজক হিসেবে ‘মন পতঙ্গ’ নিয়ে আমি খুবই আশাবাদী’, জানালেন অঞ্জন বসু।

পরিচালক জুটির কথায়, ‘কলকাতার হৃদস্পন্দনে অনুরণিত যে আকাশ ছোঁয়ার বাসনা, যা একজন ফুটপাতবাসী থেকে একজন কোটিপতি সকলকে অস্থির করে রাখে, অনৈতিক করে তোলে, কখনও সুবিধাভোগী, কখনও-বা হিংস্র করে তোলে- সেই জ্বলন্ত কামনার প্রতিচ্ছবি আমাদের এই ছবি। শীঘ্রই বড়পর্দায় দেখতে পাবেন মানুষ।

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস। এছাড়াও আছেন জয় সেনগুপ্ত, নবাগত শুভঙ্কর মোহান্তা ও বৈশাখী রায়, অমিত সাহা, তন্নিষ্ঠা বিশ্বাস, জনার্দন ঘোষ, ত্রিবিক্রম ঘোষ, অনিন্দিতা ঘোষ, অনিন্দ্য রায় প্রমুখ। সত্যিকারের পথবাসী মানুষ, পথশিশুরাও এ ছবির অন্যতম অংশ।