সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর পক্ষ থেকে ধনতেরাস ২০২৪ লাকি ড্র এর বিজয়ীদের পুরস্কৃত করা হলো

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস কলকাতা থেকে ২০২৪ ধনতেরাস লাকি ড্র প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেছে যেখানে শ্রীমতি সুমিতা মণ্ডল (সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস- তারকেশ্বর শোরুম থেকে ইভি গাড়ির বিজয়ী) এবং রাজেশ্বর সিনহা (সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আমতলা শোরুম থেকে বিজয়ী) এবং তাদের  পরিবারের সদস্যরা শুভঙ্কর সেনের কাছ থেকে ২টি ইভি গাড়ি গ্রহণ করছেন, (এমডি ও সিইও, সেনকো  গোল্ড অ্যান্ড ডায়মন্ডস) সঞ্জয় ব্যানার্জির সাথে (সিওও, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস) সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ক্যাম্যাক স্ট্রিট শোরুমে।

-এর সাথে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস কলকাতা এবং বাকি ভারতের শোরুম জুড়ে তাদের গ্রাহকদের ১৫টি (iphone16) ফোন দিয়েছে, এর একটি অংশ হিসাবে ELANTE মল চণ্ডীগড়ে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শোরুমের একজন গ্রাহককে 3য় ইভি গাড়ি দেওয়া হয়েছে । 

More From Author

কলকাতার ‘ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র’-এ ‘২৬ তম মেগা রক্তদান উৎসব’ সম্পন্ন করল ‘কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন’

এই বছর কলকাতা বইমেলায় থাকছে হাইকোর্টের মিডিয়েশন কমিটির স্টল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *