নিজস্ব প্রতিনিধি –
হৃদয় স্পর্শ করতে চলেছে সেই গান-” পাখি আজ ফিরে এলে, রাখবো না তাকে আর খাঁচার কোনে.. “:-
বর্ষীয়ান কণ্ঠসঙ্গীত শিল্পী আরতি মুখার্জি-র গলায় আধুনিক বাংলা গান রূপে পুজোর গান রূপে আসতে চলেছে, “পাখি আজ ফিরে এলে, রাখব না তাকে আর খাঁচার কোণে..”।
উত্তর ২৪ পরগণা জেলার দক্ষিণ দমদম পৌরসভার অধীন শ্যামনগর রোডের এক শব্দগ্রহণ কেন্দ্রে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রথিতযশা কণ্ঠসঙ্গীত শিল্পী আরতি মুখার্জি জানিয়েছেন, “গান গাইতে তো আমি ভালোবাসি, গানের শব্দগ্রহণ করার জন্যই তো মুম্বাই থেকে পশ্চিমবঙ্গে এসেছি।

বলে রাখা ভালো, গীতিকার ও সঙ্গীত পরিচালক অচিন্ত্য ব্যানার্জি-র কথায় ও সুরে আর কয়েকদিনের মধ্যেই রেকর্ড হতে চলেছে আরতি মুখার্জি-র কণ্ঠে “পাখি আজ ফিরে এলে, রাখব না তাকে আর খাঁচার কোণে..”।
বাংলা সঙ্গীত জগতের অন্যতম দিকপাল কণ্ঠসঙ্গীত শিল্পী আরতি মুখার্জি-র পাশে দাঁড়িয়ে অচিন্ত্য ব্যানার্জি বলেছেন, “আশা রাখব ৮২ বছর অতিক্রান্ত গায়িকার কণ্ঠ নিঃসৃত এই গান শ্রোতাদের যারপরনাই মুগ্ধ করবে।”
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শব্দগ্রহণ কেন্দ্র এর কর্ণধার তীর্থঙ্কর সোম ওরফে শিবু বলেছেন, “বিগত ২৬ বছর ধরে মান্না দে সহ একাধিক বরেণ্য শিল্পীদের সাথে সুনামের সাথে কাজ করে চলেছে ‘স্টুডিও লর্ড কৃষ্ণ’ মুহূর্তে ‘স্টুডিও লর্ড কৃষ্ণ’ তে স্বয়ং সুমধুর কন্ঠ সংগীত শিল্পী আরতি মুখার্জি র পদার্পণ স্নিগ্ধ নদীর অত সুন্দর।