নিজস্ব প্রতিনিধি –
বুধবার উদ্বোধন হল শিল্পী চন্দন নায়কের একক শিল্প প্রদর্শনী। প্রিন্স আনোয়ার শাহ রোডের ৩৮৮-বি/১ এ অবস্থিত ভূষণ সুনয়না গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রখ্যাত শিল্পী যোগেন চৌধুরী। উপস্থিত ছিলেন শিল্পী মানসী মজুমদার, কালীকৃষ্ণ গুহ, তপন মিত্র সহ আরও অনেকে। প্রয়াত শিল্পী রবীন মন্ডলের ৯৬তম জন্মবার্ষিকীতে চন্দন নায়ক এই প্রদর্শনীটি উৎসর্গ করেছেন। এই দিনে তাঁর গুরুকে স্মরণ করে চন্দন বলেছিলেন যে কলকাতায় তাঁর সংগ্রামী জীবনের সময়, রবীন মণ্ডলই তাঁর প্রতিভা পরীক্ষা করেছিলেন এবং তাঁর জন্য পথ তৈরি করেছিলেন। এদিন যোগেন চৌধুরী জানান, দেশকে পেছনে ফেলে এখন বিদেশেও চন্দনের শিল্প সমাদৃত হচ্ছে। তিনি একজন প্রতিভাবান শিল্পী এবং তার হাতের জাদুতে ভরপুর। এই প্রদর্শনী চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। 23শে জানুয়ারী নেতাজি জয়ন্তী এবং 26শে জানুয়ারী স্বাধীনতা দিবসের জন্য এটি বন্ধ থাকবে।