রাজ্য জুড়ে বিএসইউয়ের ‘প্রয়াস মক টেস্ট’

Spread the love

পারিজাত মোল্লা –

বিধান শিশু উদ্যানের পরিচালনায় রাজ্য জুড়ে চলছে ‘প্রয়াস মক টেস্ট’।মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দীর্ঘদিন ধরে এই প্রাক পরীক্ষার আয়োজন করে আসছে বিধান শিশু উদ্যান

কর্তৃপক্ষ। সংস্থার সম্পাদক গৌতম তালুকদার জানিয়েছেন -” এবার রাজ্য জুড়ে ১০৬ কেন্দ্রে ৫ হাজারের বেশি মাধ্যমিক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছে “। জানা গেছে ইংরেজি, বাংলা, ভুগোল, ইতিহাস বিষয়ে ইতিমধ্যেই প্রাক পরীক্ষা হয়েছে। বাকি ৩ বিষয়ে পরীক্ষা বাকি রয়েছে। গত ১৮

অক্টোবর প্রয়াস মক টেস্ট শুরু হয়েছে, চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত । কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানের এই প্রয়াস মক টেস্ট পরীক্ষায় রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করে থাকে।

More From Author

Abhyuday Jindal takes over as President, ICC

Survey reveals that 7% of Daughters Receive Equal Inheritance through A Will

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *