সম্প্রীতি মোল্লা –
এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পঞ্চম স্থানাধিকারীদের মধ্যে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামের অনন্যা সামন্ত কৃতিত্ব অর্জন করেছে । তার প্রাপ্ত নাম্বার ৪৯২। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মঙ্গলকোটের বাজার বনকাপাসী এস.এম হাইস্কুলের ছাত্রী অনন্যা সামন্ত ৪৯২ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করল।এই খবর আসতেই এলাকায় খুশির হওয়া।অনন্যার মা জানিয়েছেন -‘ মেয়ের গৃহ শিক্ষক ও স্কুলের শিক্ষকরা তার সফলতার পেছনে রয়েছে।মেয়ে বরাবরই পড়াশোনায় খুব ভালো ছিল’।এদিন মঙ্গলকোটের কৈচর পুলিশ ফাঁড়ির আইসি শরিফুল ইসলাম ওই কৃতি ছাত্রীর বাড়িতে ফুল – মিস্টি নিয়ে যান শুভেচ্ছা জানাতে।মঙ্গলকোটের জনপ্রিয় বিধায়ক অপূর্ব চৌধুরী এই কৃতি কে অভিনন্দন জানিয়েছেন।