Img 20240730 wa0171
বাংলা

মাঁয়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার – ২০২৪

নিজস্ব প্রতিনিধি –

কুলিশ প্রকাশনীর পরিচালনায় কলকাতার তপন থিয়েটার হলে অনুষ্ঠিত হলো মাঁয়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার ২০২৪। উপস্থিত ছিলেন স্বনামধন্য বিশিষ্ট ইংরেজি কবি শ্রী উদয় মণ্ডল (ফারাক্কা, মুর্শিদাবাদ) অভিনেতা অলক চ্যাটার্জী, চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন, সাংবাদিক কমল সেন,শিল্পী সুচিস্মিতা সেন প্রমুখ। কবি উদয় মণ্ডলের লেখা দ্যা আইরন লেডি, দ্যা থ্রি রবারস্(কবিতা) ও ছোট গল্প মাই বন্ড উইদ নিশিন্দ্রা এ্যান্ড ফারাক্কা প্রকাশিত হয়েছে কুলিশ প্রকাশনীর ভোরের আলোতে।