Monday, 25 September 2023
Trending

সমাজসেবা

ভারত সেবাশ্রম সংঘের আয়োজনে কেদারনাথ সহ চারধাম যাত্রায় মেডিক্যাল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি –

ছ মাস বরফে ঢাকা থাকার পর ২৫ এপ্রিল মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে কেদারনাথ মন্দিরের দরজা খুলে গেল ভক্তদের জন্যে । এদিন থেকে আগামী ৬ মাস চারধাম যাত্রা সাধারণের জন্য খোলা থাকবে। কেদারনাথ মন্দিরের দরজা খোলার আগেই ভৈরবনাথজির পুজোর পর ২১ এপ্রিল বাবা কেদারনাথের পঞ্চমুখী ডুলি উখিমঠ থেকে কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা দেন। আজ ২৪ এপ্রিল তা ডুলি যাত্রার মাধ্যমে পায়ে হেঁটে কেদারনাথ ধামে পৌঁছে যান।


কেদারনাথ সহ চারধাম যাত্রায় দর্শনার্থীদের সব ধরনের সেবামূলক পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি মেডিক্যাল ক্যাম্প চালু করেছে ভারত সেবাশ্রম সংঘ। কেদারনাথের পথে বরাশু ও গৌরিকুন্ডে তৈরি হয়েছে ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত মেডিকেল ক্যাম্প। সেখান থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু হয়েছে তীর্থযাত্রীদের। এই চিকিৎসা পরিষেবা পরিচালনা করছেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ সহ বেশ কয়েকজন সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবক। কলকাতা সহ বিভিন্ন রাজ্য থেকে চিকিৎসকরা পৌঁছে গিয়েছেন ক্যাম্পে।
স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে পরিষেবা দেওয়া হয় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে। এ বছরও মেডিকেল ক্যাম্প ছাড়াও তীর্থযাত্রীদের থাকা-খাওয়া সহ সব ধরনের সেবামুলক পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সংঘের পক্ষ থেকে।

পৌরাণিক কাহিনি অনুযায়ী, ভগবান শিব কেদারনাথ মন্দিরে ষাঁড়ের আকারে আবির্ভূত হয়েছিলেন। তাই এখানে ষাঁড়ের মতো লিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে। কেদারনাথ ধাম বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে পঞ্চম ও উত্তরাখণ্ডের চারটি ধামের মধ্যে তৃতীয়। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত কেদারনাথ ধামের দরজা ছয় মাসের জন্য বন্ধ হয়ে গেলেও সেখানে একটি অক্ষয় প্রদীপ জ্বালানো হয়। মন্দির বরফে ঢেকে গেলেও প্রদীপটি জ্বলতে থাকে।

 

Related posts
সমাজসেবা

উত্তর কলকাতার নরসিংহ স্পোর্টিং ক্লাব এর পরিচালনায় হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি – পশ্চিমবঙ্গ…
Read more
সমাজসেবা

রক্তদানের মাধ্যমে সমাজসেবার আয়োজন করলো মধ্যমগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি মমতা রায় সেন

নিজস্ব প্রতিনিধি – আজ পর্যন্ত…
Read more
সমাজসেবা

কেশবচন্দ্র সেন স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির

নিজস্ব প্রতিনিধি – গ্রীষ্মকালীন…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *