Site icon News Bengal Online

ভারতীয় বঙ্গীয় পরষদ এবং দ্যা কনস্যুলেট জেনারেল অব ইন্ডিয়ার উদ্যোগে দুবাইয়ের মাটিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত

নিজস্ব প্রতিনিধি –

ভারতীয় বঙ্গীয় পরিষদ ও The Consulate General of India র যৌথ উদ্যোগে U.A.E তে অনুষ্ঠিত হয়ে গেল রবীন্দ্র জয়ন্তী ।বঙ্গীয় পরিষদ এর সভাপতি শ্রী মধুসূদন দত্ত চৌধুরীর তত্ত্বাবধানে পরিষদ এর কালচারাল কমিটি উপহার দিল এক সুন্দর সন্ধ্যা ৬মে-তে।অনুষ্ঠানটি তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছিল। প্রথমে প্রদীপ নৃত্য দিয়ে অনুষ্ঠান শুরু হলো।

তারপর প্রথম পর্যায়ে ছিল চলচ্চিত্রে রবিঠাকুরের গান এর ব্যবহার নিয়ে তৈরি গীতি-আলেখ্য ” গানের ওপারে “।অনুষ্ঠানটির পরিকল্পনা ও স্ক্রিপ্ট রচনা করেছিলেন এষা সেনগুপ্ত ।পরিচালনা করেন দুবাই এর খ্যাতনামা সংগীতশিল্পী সোমদত্তা বসু ।দ্বিতীয় পর্যায়ে ছিল রবীন্দ্র নৃত্যনাট্য. ” ভরা থাক স্মৃতি শুধায়ে ” ।চিত্রাঙ্গদা,শ্যামা,চণ্ডালিকার এই তিন কন্যার প্রেম,প্রত্যাখ্যান ,মিলন ,বিরহ , চাওয়া-পাওয়া. নিয়ে তৈরি এই নৃত্য গীতি আলেখ্য।অনুষ্ঠানটির পরিকল্পনা ও স্ক্রিপ্ট এষা সেনগুপ্ত এর। পরিচালনা করেন সনামধন্য নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর এর সুযোগ্য শিষ্যা সোমদত্তা মুখার্জী।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ” দেনা পাওনা ” নাটক দিয়ে ।এই নাটকের চিত্রনাট্য লিখেছিলেন চৈতালি তিওয়ারি এবং নাটকটি পরিচালনা করেন শ্রী সুভতোষ ব্যানার্জী । এই অনুষ্ঠানটি ছিল ভারত সরকারের “Azadi ka Amrit Mahotsav ” এর অন্তর্ভুক্ত । সংস্থার পক্ষে এষা সেনগুপ্ত জানান,”আমাদের জোর কদমে মহড়া চলার পর অনুষ্ঠিত হলো এক মনোগ্রাহী অনুষ্ঠান। আশা রাখি সবার আমাদের পরিবেশনা ভালো লাগেছে। রবীন্দ্রনাথ বিশ্বের কবি অনুষ্ঠান চলাকালীন সেটাই বারে,বারে মনে হচ্ছিল।”

Exit mobile version