Site icon News Bengal Online

ভারতীয় জাদুঘর ও দীক্ষামন্জরী এর যৌথ উদ্যোগে বসন্ত উৎসব পালন

নিজস্ব প্রতিনিধি –

দোল পূর্ণিমার জন্য সারা বছর ধরে এই রঙের উত্‍সবের অপেক্ষা করে থাকে মানুজন। শুধু ভারতেই নয় এই উত্‍সব সারা বিশ্বেই বর্তমানে পালিত হয়। দোলের দিন রঙ ও আবির নিয়ে কেমন খেলা হবে, বন্ধু-বান্ধবদের সঙ্গে দোলের পার্টি কেমন হবে, তার পরিকল্পনা চলে বেশ কয়েক সপ্তাহ ধরে। দোল পূর্ণিমা বা হোলির আগেই বিভিন্ন জায়গায় পালিত হয়ে আসছে আগাম বসন্ত উৎসব। সম্প্রতি সেই আগাম উৎসব চোখে পড়ল ভারতীয় জাদুঘর প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো

ভারতীয় জাদুঘর এব্ং দীক্ষামন্জরীর যৌথ উদ্যোগে পালন করা হলো বসন্ত উৎসব ২০২৪ এর জাদুঘর প্রাঙ্গণে। নৃত্য পরিচালনায় ছিলেন ডোনা গাঙ্গুলী। শ্রাস্ত্রীয় সঙ্গীত, বাংলা এবং হিন্দি লোকপ্রিয় গানে রঙের উৎসব উদযাপন করা হলো। দর্শকাশনে বিশিষ্ট অতিথিদের পাশাপাশি বিদেশি পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Exit mobile version