Img 20250511 wa0084

বং সিনেমাটিকের উদ্যোগে হয়ে গেল বঙ্গসন্তান – ২০২৫

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

কলকাতা সুরেন্দ্রনাথ কলেজ অডিটোরিয়াম হলে তৃতীয় বর্ষ বঙ্গ সন্তান সম্মান ২০২৫ প্রদান করল ‘বং সিনেমাটিক’।

রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়, কলকাতা পুলিশের আরক্ষা বিভাগের মুখ্য আইন প্রশিক্ষক সমরেন্দ্র চক্রবর্তী, রাজ্য ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের উপ সচিব দিলীপকুমার বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতেই এই ‘বঙ্গ সন্তান সম্মান ২০২৫’ প্রদান করল ‘বং সিনেমাটিক’।

Img 20250511 wa0085

‘বং সিনেমাটিক’-এর পক্ষে কর্ণধার বিশ্বরূপ সিনহা জানিয়েছেন, “আজ অপরাহ্ণে সংস্থার বার্ষিক অনুষ্ঠানের অঙ্গ রূপে ২২ জন কৃতি ব্যক্তিদের হাতে তৃতীয় পর্যায়ের ‘বঙ্গ সন্তান সম্মান ২০২৫’ প্রদান করা হয়েছে।”

Img 20250511 wa0082

বলে রাখা ভালো, ‘বঙ্গ সন্তান সম্মান ২০২৫’ পুরস্কার প্রদানের পাশাপাশি আজ একই মঞ্চ থেকে ‘মাঝে মাঝে তব দেখা পাই’ নামাঙ্কিত একট স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও ‘অন্তহীন’ নামাঙ্কিত একটা টেলিফিল্ম-এর পোস্টার মুক্তি ঘটিয়েছে ‘বং সিনেমাটিক’।

‘বং সিনেমাটিক’ আগামী দিন নুতন দের জন্য শুভ বার্তা দিলো।

More From Author

Img 20250510 wa0058

হাওড়ায় জাতীয় লোক আদালত মহাসমারোহে পালিত হলো

Img 3

পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস-এর ৪৭তম শোরুম উদ্বোধন হল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *