Wednesday, 26 March 2025
Trending

উৎসব

ফ্রেণ্ডজ মিডিয়া এন্টারটেনমেন্ট শারদ সেরা শিরোপা শারদ সম্মান ২০২৪ প্রদান করবে

নিজস্ব প্রতিনিধি –

‘ইনার আই’ পাবলিক রিলেশন সংস্থার সহযোগিতায় এই বছরের ‘শারদ সেরা শিরোপা শারদ সম্মান ২০২৪’ প্রদান করতে চলেছে ‘ফ্রেণ্ডজ মিডিয়া এন্টারটেনমেন্ট’।

‘ফ্রেণ্ডজ মিডিয়া এন্টারটেনমেন্ট’-এর তরফ থেকে নির্দেশক শুভজিৎ বোস আজ এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, “এই বছর দুর্গাপুজো পরিদর্শনের জন্য আমাদের কাছে উত্তর ও দক্ষিণ কোলকাতা এবং বিধাননগর থেকে মোট ৫০০ আবেদন জমা পড়েছিল।
দুর্গোৎসবের তৃতীয়া তিথিতে আমাদের অতিথি ও সদস্যাদের দল এই পুজো মণ্ডপগুলোর মধ্যে থেকে বাছাই করা ৩০০ পুজোমণ্ডপ ও মাতৃপ্রতিমা পরিদর্শনের পর জয়ী পুজো আয়োজকদের হাতে ষষ্ঠীর আগেই পুরস্কার তুলে দেবে।

সংস্থার অপর নির্দেশক জ্যোতির্ন্দ্রমোহন নাথ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “পুজো পরিক্রমার শেষে বিভিন্ন পুজো আয়োজকদের হাতে পৃথক পৃথক মোট ১২ টা পুরস্কার তুলে দেওয়া হবে।”