Img 20250512 wa0002

পি. সি. চন্দ্র পুরস্কার ২০২৫ দিয়ে সম্মানিত করা হল শ্রী লিয়েন্ডার পেস কে

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে খ্যাতনামা টেনিস খেলোয়াড় শ্রী লিয়েন্ডার পেস কে ৩২ তম পি. সি. চন্দ্র পুরস্কার ২০২৫ দিয়ে সম্মানিত করা হল। ৩২ তম পি. সি. চন্দ্র পুরস্কার। পি. সি. চন্দ্র গ্রুপ-এর উদ্যোগে প্রবর্তিত এই সম্মাননা বিভিন্ন ক্ষেত্রের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি জানায় এবং প্রতিষ্ঠাতা শ্রী পূর্ণ চন্দ্র চন্দ্রের দূরদর্শী দৃষ্টিভঙ্গিকে সম্মান জানায়।

এই পুরস্কারের সঙ্গে ₹২০ লক্ষ টাকার করমুক্ত সম্মান রাশি প্রদান করা হয়, এবং এটি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান হিসেবে বিবেচিত হয়। প্রতিষ্ঠাতার জন্মদিনে প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। ১৯৯৩ সালে সূচিত হওয়ার পর থেকে এই পুরস্কারে ভূষিত হয়েছেন বহু জাতীয় ব্যক্তিত্ব, যেমন—গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ, নোবেলজয়ী শ্রী কৈলাশ সত্যার্থী, প্রখ্যাত গায়িকা শ্রীমতী আশা ভোঁসলে, ডাঃ দেবী শেঠি, শ্রী কপিল দেব, উস্তাদ আমজাদ আলি খান, শ্রীমতী মেরি কম, শ্রী সোমনাথ এস প্রমুখ।

এই বছরের পুরস্কারপ্রাপ্ত শ্রী লিয়েন্ডার পেজ আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় টেনিসের এক উজ্জ্বল প্রতিনিধি, যার ঝুলিতে রয়েছে ১৮টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ও একটি অলিম্পিকে ব্রোঞ্জ পদক। ক্রীড়াক্ষেত্রে তাঁর নিরবচ্ছিন্ন উৎকর্ষ সাধন এই পুরস্কারের মূল ভাবনা প্রতিফলিত করে।

অনুষ্ঠানে পি. সি. চন্দ্র জুয়েলার্স-এর ম্যানেজিং ডিরেক্টর শ্রী উদয় কুমার চন্দ্র বলেন, খেলাধুলায় শ্রী লিয়েন্ডার পেসের তুলনাহীন অবদানের জন্য তাঁকে সম্মান করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। পি. সি. চন্দ্র পুরস্কার তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, যাঁরা সমাজে অনুপ্রেরণা হয়ে ওঠেন, আর আজকের এই সন্ধ্যা আমাদের প্রতিষ্ঠাতা মূল্যের প্রতিচ্ছবি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী সুবীরানন্দজি, এছাড়াও উপস্থিত ছিলেন পি. সি. চন্দ্র গ্রুপ-এর ম্যানেজিং ডিরেক্টর শ্রী অরুণ কুমার চন্দ্র, পি. সি. চন্দ্র জুয়েলার্স-এর ম্যানেজিং ডিরেক্টর শ্রী উদয় কুমার চন্দ্র, এবং চন্দ্র’স গ্রিন প্রোজেক্টস লিমিটেড-এর ডিরেক্টর শ্রী অভিজিৎ লাহা, গণমাধ্যম প্রতিনিধিগণ, বিশেষ অতিথিবৃন্দ এবং শ্রদ্ধেয় গ্রাহকবৃন্দ, যাঁদের
নিরন্তর সমর্থনই এই গ্রুপের সাফল্যের মূল ভিত্তি।

More From Author

Img 3

পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস-এর ৪৭তম শোরুম উদ্বোধন হল

Img 20250512 wa0090

বাণিজ্য নগরী মুম্বাইয়ের একটি জমকালো ফ্যাশন শোতে সকলের মন জিতলেন কলকাতার জনপ্রিয় ডিজাইনার রাই কিশোরী কালেকশনের কর্ণধার শ্যামসুন্দর বসু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *