পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ার দের সংগঠন “প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের” পক্ষ থেকে কলকাতার মর্যাদাপূর্ণ ভাবে পালিত হল ইঞ্জিনিয়ার দিবস

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

ভারতরত্ন শিক্ষাবিদ বিখ্যাত ইঞ্জিনিয়ার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়ার জন্মদিনে জাতীয় ইঞ্জিনিয়ার্স দিবসে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ার দের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতার মর্যাদাপূর্ণ প্রেক্ষাগৃহ ‘ধনধান্য’ তে মহাসমারোহে দিনটি পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
“দেশ গঠনে ইঞ্জিনিয়ারদের ভূমিকা”, “উন্নত প্রযুক্তির ব্যবহার”, “Sustainable Development” সহ বিভিন্ন বিষয়ে আলচনা করা হবে। ইঞ্জিনিয়াস ডে সেলিব্রেশানের পাশাপাশি ইঞ্জিনিয়ারদের মান উন্নয়নের জন্য টেকনিক্যাল সেমিনারের আয়োজন করা হল। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন কারিগরি বিভাগের প্রায় ১২০০ জন জন সর্বস্তরের ইঞ্জিনিয়ার উপস্থিত থাকলেন এই অনুষ্ঠানে। সমস্ত দপ্তরের মুখ্য বাস্তুকার সহ

সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যাক্তিদের সম্বর্ধিত করা হলো এই অনুষ্ঠানে। এই মহতী অনুষ্ঠানটি শুভ সূচনা করলেন মাননীয় ডক্টর মানসরঞ্জন ভূইয়া মহাশয়,মাননীয় মন্ত্রী জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ এবং সেচ ও জলপথ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান। রাজ্য কর্মচারী ফেডারেশনের কনভেনার মাননীয় শ্রী প্রতাপ নায়েক মহাশয়l
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকলেন কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী মাননীয় ইন্দ্রনীল সেন মহাশয lউপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত ঘোষ মহাশয় ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অনির্বাণ ওঝা মহাশয় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দI এছাড়াও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দপ্তরের আধিকারিকগণ।
এই দিনটি পালনের উদ্দেশ্য হল ইঞ্জিনিয়ারদের কাজের মূল্যায়ন করা এবং তাদের সম্মান জানানো, পশ্চিমবঙ্গে শিক্ষক দিবস আছে, ডক্টর দিবস আছে, ইঞ্জিনিয়ারদের Engineer’s Day কেন থাকবে না, তাই আপনাদের মাধ্যমে এই সংগঠন দাবি রাখে টিচার্স ডে, ডক্টরস ডে এর মত ইঞ্জিনিয়ার্স ডে কে সরকারিভাবে সর্বসাধারণের
মধ্যে পালন করার।

More From Author

সুবর্ণ জয়ন্তী বর্ষ পালিত হলো বিধান নগর রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রের

পলিমারের উপর বৈজ্ঞানিক ভাবে গবেষণা করে চলেছেন বাঙালি অধ্যাপক মৃণাল ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *