Site icon News Bengal Online

পবিত্র ঈদের প্রাক্কালে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী সংস্থা “আলো”

নিজস্ব প্রতিনিধি –

বছরের অন্যান্য পবিত্র দিনের মতো ২০২৪ এর পবিত্র রমজান মাস শেষ হয়ে আসছে। রোজা পালনের সমাপ্তির পরই ঈদ উদযাপন করা হয়। ঈদকে আবার ‘রোজা ভাঙার উৎসব’ও বলা হয়ে থাকে। তিন দিন ধরে এই ঈদ উৎসব চলে । বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা ঈদ উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করেছেন।
কিছু মানুষ পবিত্র ঈদের প্রাক্কালে নতুন জামা কাপড় নিয়ে এগিয়ে এসেছেন “আলো” সংস্থার পাশে ।
যে কোনো অনুষ্ঠান বা উৎসবে “আলো” সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী দিয়ে সেবা করে থাকে। তাই “আলো” সংস্থাকে সাথে নিয়ে বিভিন্ন জায়গার ২০০ জন মানুষকে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়। সোদপুর ও ব্যারাকপুর স্টেশনে আশ্রিত কিছু অসহায় মানুষদের একটি বেলার জন্য ভাত ও আলুর দম ,বিস্কুট ,পানিও জল দিয়ে তাদের আহারের ব্যবস্থাও করা হয়েছিল। উক্ত কাজে আর্থিকভাবে হৃদয় দিয়ে সহযোগিতা করেছেন “বামদেব ঘোষ” রামনগর বাচড়া বেলডাঙা মুর্শিদাবাদ থেকে “কিংশুক সরকার” রঘুনাথগঞ্জ সুকান্তপল্লী মুর্শিদাবাদ থেকে “তন্ময় ঘোষ” এবং গরোরা মরুরিয়া মুর্শিদাবাদের অন্তর্গত “সাথী মন্ডল” ও তার সুযোগ্য পুত্র “মৈনাক মন্ডলের” মতন ব্যক্তিরা।”আলো”র সামাজিক আঙিনায় তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। “আলো”র এই কর্মকাণ্ডের উদ্যোগ প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত গঠনের একটা অংশ মাত্র। “আলো”র পক্ষ থেকে পাশে থাকার এই মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই ও কামনা করি যে ওনারা বেঁচে থাকার পাশাপাশি পারিবারিক দায়বদ্ধতা পালন করার সঙ্গে সঙ্গে সামাজিক দায়িত্ব পালন করছেন। মানুষের সেবাই “আলো”র সদস্যদের অঙ্গীকার। “আলো”র সকল সদস্যদের পক্ষ থেকে ও “আলো”র কর্ণধার প্রবুদ্ধ রায়ের পক্ষ থেকে ওনাদের জন্য রইলো অভিনন্দন।

Exit mobile version