Site icon News Bengal Online

তীব্র দাবদহের মধ্যে রক্তদানের মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন

নিজস্ব প্রতিনিধি –

রক্তদান জীবনদান রক্তদান পূণ্য দান এই বার্তাকে সামনে রেখে রক্তদান উৎসবের আয়োজন। তীব্র দাবদাহে পুড়ছে গোটা দেশ। শহর কলকাতার তাপমাত্রা ছুঁয়েছে ৪৩ ডিগ্রি। এই গরমে শহর জুড়ে দেখা দিয়েছে রক্তের হাহাকার। রক্তের সংকট মেটাতে রাজ্য জুড়ে রক্তদান উৎসব আয়োজনের আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই ডাকে সারা দিয়ে বিশাল রক্তদান উৎসবে আয়োজন সিএবির মেডিকেল কমিটির চেয়ারম্যান তথা অগ্নিবীণা ক্লাবের প্রেসিডেন্ট প্রদীপ কুমার দে ওরফে জয় জগন্নাথ বাপীর। এদিন রক্তদান শিবিরের পাশাপাশি এদিন আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের।এদিন পুরুষের পাশাপাশি মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসহ দিতে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজনেরা। আপদকালীন রক্তের সংকট মেটাতে অগ্নিবীণা ক্লাব ও প্রদীপ কুমার দের এহেন উদ্যোগকে সাধুবাদ জানালেন সবাই।

Exit mobile version