Site icon News Bengal Online

জগদগুরু শঙ্করাচার্য্য শ্রীমৎ স্বামী সদানন্দ সরস্বতী পরিদর্শন করলেন ভারত সেবাশ্রম সংঘ

নিজস্ব প্রতিনিধি –

দ্বারকা শারদাপীঠাধীশ্বর অনন্ত শ্রী বিভূতি জগৎগুরু শঙ্করাচার্য্য শ্রীমৎ স্বামী সদানন্দ সরস্বতীজী মহারাজ কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় পরিদর্শন করলেন। ভারত সেবাশ্রম সংঘের গয়া আশ্রমের শতবর্ষ উপলক্ষে তিনি বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে আসেন। জগদগুরু শঙ্করাচার্য্য শ্রীমৎ স্বামী সদানন্দ সরস্বতীজীকে স্বাগত জানান ভারত সেবাশ্রমের সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন সংঘের অন্যান্য

সন্ন্যাসীরা। জগদগুরু শঙ্করাচার্য্য ভারত সেবাশ্রম সংঘের সেবা কাজের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বারবার বিধর্মীরা হিন্দু ধর্মকে শেষ করতে চেয়েছে। কিন্তু তা পারিনি। আদি গুরু শঙ্করাচার্য্য যেমন এই বিধর্মীদের ধরাশায়ী করেছিলেন, একইভাবে অন্যান্য মহাপুরুষরাও বারবার হিন্দু ধর্মকে রক্ষা করে এসেছেন। তাই আমাদের সকলের উচিত আমাদের ধর্মকে রক্ষা করা।

Exit mobile version