Img 20250410 wa0145
উৎসব

গীতা মহাযজ্ঞের উদ্বোধন শ্রী জগন্নাথ পূজা কমিটি পর্ণশ্রী সাউথ ব্লক ক্লাবের

নিজস্ব প্রতিনিধি –

শ্রী জগন্নাথ সংস্কৃতি বিশ্ব সংস্কৃতি এবং শ্রী জগন্নাথ মানবতাবাদের প্রতীক। অনুষ্ঠানের উদ্বোধন করে বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় বলেছিলেন যে তিনি সর্বজনীন এবং তাঁর খেলাধুলা অনন্য। বৃহস্পতিবার সন্ধ্যায় পর্ণশ্রী সাউথ ব্লক ক্লাব ছটা পার্কে শ্রী জগন্নাথ পূজা কমিটি আয়োজিত শ্রী জগন্নাথ পূজা এবং গীতা মহাযজ্ঞের উদ্বোধন করে তিনি বলেন, ওড়িশা ও ওড়িয়াদের সাথে তার সম্পর্ক ঘনিষ্ঠ, পুরী বাংলার মানুষকে আকর্ষণ করে। শ্রী জগন্নাথ দুই রাজ্যের সেতুবন্ধন।
এদিন বিকেলে বাবুঘাট গঙ্গা থেকে কলাসযাত্রা পর সন্ধ্যা ৬টায় আদিবাস শুরু হয়। এর পরে, বিধায়িকা চ্যাটার্জি একটি সুন্দর সজ্জিত মণ্ডপে ভগবান জগন্নাথ, মা সুভদ্রা, বলভদ্র এবং সুদর্শনের ঐশ্বরিক দর্শনের জন্য মণ্ডপর উদ্বোধন করেন। পর্ণশ্রী ছটা পার্ক এখন জগন্নাথে ময়। পণ্ডিত প্রদীপ কুমার মিশ্র, পণ্ডিত অরুণ মিশ্র, বাপি সতপতী, অশোক কুমার সতপতী, চন্দন রথ, মুনা মহাপাত্র পুরী থেকে বিশেষভাবে এসেছেন গীতা মহাযাঞ্জের জন্য। গীতা পাঠ করছেন অশোক সতপতী।
পূজার কাজে সহযোগিতা করছেন স্থানাধিপতি কৈলাশ পান্ডা এবং কর্ত্তা চিত্তরঞ্জন নায়ক ও সুজাতা নায়ক। এদিন শ্রী জগন্নাথ পূজা কমিটির সভাপতি সঞ্জয় কুমার নায়কের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সম্পাদক প্রশান্ত কুমার সাহানি সূচনা বক্তব্য দেন এবং এলাকায় শ্রী জগন্নাথ মন্দির নির্মাণে সহায়তা প্রদানের জন্য মাননীয় বিধায়িকা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুক্রবার সকাল ৮টায় শুরু হবে ভগবদ্গীতা পাঠ। সন্ধ্যা আরতির পর সন্ধ্যা ৭টায় হবে নৃত্য অনুষ্ঠান। শনিবার সন্ধ্যা আরতির পর ভজন গায়ক সৌরভ ভরদ্বাজের ভজন পরিবেশন হবে। রবিবার সকাল ৮টায় শুরু হবে গীতা পাঠ, দুপুর সাড়ে ১২টায় ভান্ডার প্রসাদ খাওয়া এবং সন্ধ্যা ৬টায় পূর্ণাহুতি। পুরো এলাকা এখন জগন্নাথ ময় হয়ে গেছে।

 

Related posts
উৎসব

Senco Gold & Diamonds introduces Poila Boishak & Akshaya Tritiya Offers at the launch of Bangle Utsav - 2025

Staff Reporter – Senco Gold & Diamonds, a leading pan-India jewellery retailer, has…
Read more
উৎসব

Reignite Your Passion, excitement is Back

Staff Reporter – The wait is finally over – it’s that time of the year again!
Read more
উৎসব

১৫ তম দাওয়াত-ই-ইফতার আয়োজনে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন

গোপাল দেবনাথ – অল ইন্ডিয়া হিউম্যান…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *