নিজস্ব প্রতিনিধি –
জানুয়ারির ৮ তারিখ থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা ২০২৫। সেই মেলা প্লাস্টিক মুক্ত গড়তে তৎপর জেলা প্রশাসন ১০ই জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের সামনে দু’নম্বর রাস্তায় মেলা গড়তে

লক্ষ্যে মেলায় আশা পূর্ণর্থীদের কাগজের থালা ও ব্যাগ। তুলে দেন জেলাশাসক সুমিত গুপ্তা। এছাড়াও উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, জি বি ডি এর ইউ নীলাঞ্জন তরফদার, এড়ি ম এলে ডিএম, জেনারেল এলে স্বাস্থ্য দপ্তরের কর্মদক্ষ সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা।