নিজস্ব প্রতিনিধি –
‘প্রোগ্ৰেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’ এর দশম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্য জুড়ে দু’দিনব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
৩০ আগস্ট শুক্রবার, মূল অনুষ্ঠান হয় কলকাতার খাদ্য ভবনে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন
কলকাতার মেয়র এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রী তাঁর ভাষণে এই উদ্যোগের প্রশংসা করে বলেন, রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্যের উন্নয়নের জন্য কাজ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি ডাঃ মানস ভুইঞা, আহ্বায়ক প্রতাপ নায়েক, প্রোগ্ৰসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সুব্রত ঘোষ, সাধারণ সম্পাদক অনির্বাণ ওঝা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবরাজ সিংহ রায়, সাংগঠনিক সম্পাদক অনুপম সরকার প্রমুখ। এদিন প্রায় দেড়শো জন ইঞ্জিনিয়ার রক্তদান করেন।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সহযোগী সংগঠন প্রোগ্ৰসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন প্রতি বছরের মতো এবারও সমাজসেবামূলক কাজের মাধ্যমে তাদের প্রতিষ্ঠা দিবস পালন করছে। এই উপলক্ষে ৩১ আগস্ট রাজ্যের প্রতিটি জেলায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। রাজ্যব্যাপী দেড় হাজার জন ইঞ্জিনিয়ার রক্তদানের জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। রক্তদানের পাশাপাশি থাকছে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও।