Wednesday, 26 March 2025
Trending

ব্যবসা-বাণিজ্য

কিরণ বেদি প্রকাশ করলেন এভারেডির সুরক্ষা অ্যালার্মযুক্ত সাইরেন টর্চ; মহিলাদের সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এক উদ্ভাবন

নিজস্ব প্রতিনিধি –

ভারতের শীর্ষস্থানীয় ব্যাটারি ব্র্যান্ড এবং শক্তি, দক্ষতা ও নির্ভরযোগ্যতার সমার্থক এভারেডি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ডঃ কিরণ বেদির সঙ্গে মিলে প্রকাশ করল সর্বপ্রথম সুরক্ষা অ্যালার্মযুক্ত ফ্ল্যাশলাইট – এভারেডি সাইরেন টর্চ। বাজারের ছক ভেঙে দেওয়া এই নতুন লঞ্চ করা সাইরেন ফ্ল্যাশলাইট এক জোরালো 100dbA সুরক্ষা অ্যালার্ম বাজায়, যদি ব্যবহারকারী বিপজ্জনক পরিস্থিতিতে এর সঙ্গে যুক্ত কী চেন ধরে টানেন। মহিলা এবং সামগ্রিকভাবে সকলের ক্ষমতায়নের জন্যে ডিজাইন করা এই নতুন ফ্ল্যাশলাইটের উদ্দেশ্য রোজকার জীবনে সুরক্ষা ও নিরাপত্তা বাড়ানো। এই উদ্ভাবনীমূলক প্রোডাক্টের সমর্থনে চালানো হচ্ছে ব্র্যান্ডের সাম্প্রতিকতম ক্যাম্পেন #AwaazUthaneyKaPower, যাতে নেতৃত্ব দিচ্ছেন বধির এবং কথা বলায় প্রতিবন্ধকতাসম্পন্ন মানুষজন। যাতে সকলের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রোডাক্টের প্রয়োজন বেশি করে তুলে ধরা যায়। AwaazUthaneyKaPower ক্যাম্পেনের জন্য এভারেডি ইন্ডিয়া সাইনিং হ্যান্ডস-এর সঙ্গে যৌথ উদ্যোগ নিয়েছে। এই সংগঠন ভারতের বধির মানুষেরা বিভিন্ন জিনিসের “নাগাল” পাওয়ার ক্ষেত্রে যেসব অসুবিধার সম্মুখীন হন সেগুলোর সমাধান জোগানোর কাজে নিবেদিত। মহিলাদের সুরক্ষা ঘিরে যে নৈঃশব্দ্য রয়েছে তা দূর করতে এই ক্যাম্পেন ওগিলভি ইন্ডিয়া-র তৈরি এক শক্তিশালী ফিল্মের মাধ্যমে শব্দহীন যোগাযোগের বধির করে দেওয়ার মত শক্তিকে তুলে ধরেছে। এই ফিল্মে বধির এবং কথা বলায় প্রতিবন্ধকতাসম্পন্ন মহিলাদের একলা, বিভিন্ন জায়গায়, সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাঁদের ভয়ানক অভিজ্ঞতাগুলোর বিবরণ দিতে দেখা যাচ্ছে। তাঁরা মনে করাচ্ছেন যে অনেকসময় তাঁরা বিপদে পড়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এবং ইভ টিজিংয়ের শিকার হয়েছিলেন। এভারেডি সাইরেন টর্চ যে মহিলাদের কণ্ঠস্বর নেই তাদেরও কোলাহল তৈরি করার ক্ষমতা দেয় ১০০ ডেসিবেলের এসওএস অ্যালার্ম বাজিয়ে হেনস্থা রোখা এবং আশপাশ দিয়ে যাওয়ার লোকেদের সজাগ করার মাধ্যমে। এই ফিল্ম অন্যদের নিজের সুরক্ষা নিজে করতে উৎসাহ দেয়। এর বার্তা থেকে জোর পাওয়া যায়: “অব আওয়াজ ম্যায় ভি উঠাউঙ্গি”, এবার আমিও গলা তুলব।

এই অনুষ্ঠানে ডঃ কিরণ বেদি, সমাজসেবী এবং প্রথম মহিলা আইপিএস অফিসার, বলেন, “একজন মহিলার শারীরিক এবং আভ্যন্তরীণ সুরক্ষার অনুভূতি তাকে ক্ষমতা দেয়। এটা তার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক। কখনো কখনো সব পরিস্থিতিতে সুরক্ষিত অনুভব করার জন্য একটা বাইরের যন্ত্র দরকার হয়। সে নিজের স্বপ্ন পূরণ করার জন্য অসময়ে বাইরে বেরনোই হোক আর বহুদূর যাওয়াই হোক। এভারেডির অনন্য সাইরেন টর্চ মহিলাদের সুরক্ষিত বোধ করার দিকে এক উল্লেখযোগ্য পদক্ষেপ। এটা সুরক্ষার ব্যাপারে কোনো দ্বিধা বা সন্দেহ না রেখে একটু বেশি এগিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিন্ত করে।”

তিনি আরও বলেন “আমি #AwaazUthaneyKaPower ক্যাম্পেনকে সমর্থন করতে পেরে গর্বিত এবং আমার এনজিও নবজ্যোতি ইন্ডিয়া ফাউন্ডেশন আর ইন্ডিয়া ভিশন ফাউন্ডেশনকে সঙ্গে এই পার্টনারশিপে যুক্ত করার জন্য উদগ্রীব।”

অনির্বাণ ব্যানার্জি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড এসবিইউ হেড (ব্যাটারিজ অ্যান্ড ফ্ল্যাশলাইটস), এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড, বললেন “এভারেডি অসীম শক্তির অক্লান্ত চ্যাম্পিয়ন। এই মেজাজ আমাদের প্রেরণা দিয়েছে সাইরেন টর্চ ডিজাইন করতে। এটা এমন এক রূপান্তরকারী সমাধান যা স্রেফ কার্যকারিতা ছাড়িয়ে গিয়ে সারা ভারতের মহিলাদের আশা ও ক্ষমতা জোগায়। মহিলাদের সুরক্ষাকে কেন্দ্রে রেখে উৎকর্ষ আর উদ্ভাবনের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, তার ফলে এমন এক যুগান্তকারী যন্ত্র তৈরি করা গেছে যে মহিলাদের কণ্ঠস্বর ছাড়াও কোলাহল করার শক্তি দেয়। এর ১০০ ডেসিবেলের এসওএস অ্যালার্ম হেনস্থা আটকাবে এবং আশপাশের লোকেদেরও সতর্ক করে দেবে। আমাদের বিশ্বাস যে এই সাশ্রয়কর, আঁটোসাটো এবং বহু ফিচারে সমৃদ্ধ প্রোডাক্ট মহিলাদের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। গ্রামীণ ভারতের প্রায়শ নির্জন ক্ষেতখামার থেকে শুরু করে শহুরে ভারতের একা রাত্রি, সর্বত্র মহিলাদের আত্মরক্ষার শক্তি ব্যবহার করতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং নিজের জন্য আর নিজের সমাজের জন্যে আরও সুরক্ষিত জীবন গড়ে তোলার শক্তি দেবে সাইরেন।”

সুকেশ নায়ক, চিফ ক্রিয়েটিভ অফিসার, ওগিলভি ইন্ডিয়া, মন্তব্য করলেন “কণ্ঠহীনকে কণ্ঠ দেওয়া সোজা কাজ নয়। কিন্তু যখন সুজয় আর তার টিম কণ্ঠহীন অভিনেতাদের দিয়ে ক্যাম্পেনটা করানোর পরিকল্পনা করল, তখন সামনের পথটা অনেক সোজা হয়ে গেল। পর্দায় অভিনেতাদের অনিচ্ছাকৃত নীরবতা রোজ মহিলাদের যেসব খারাপ পরিস্থিতির মুখোমুখি হয় তার ভয়ঙ্করতা তুলে ধরতে সাহায্য করেছে। নীরব ইশারার মাধ্যমে এই ফিল্মের চরিত্রেরা টুঁ শব্দ না করে যে মহিলারা লজ্জা, অসম্মান এবং নগ্ন হিংসা সহ্য করেন তাঁদের কথা তুলে ধরেছে। এবার যাদের কণ্ঠ নেই তারাও কোলাহল করতে পারবে।”

এভারেডি সাইরেন টর্চ কেবল একটা প্রোডাক্ট নয়। এটা সুরক্ষা, ক্ষমতায়ন এবং জরুরি মুহূর্তে নিজের গলা তুলতে পারার প্রতীক। ১২০ সেমি x ৩২ সেমি মাপের সাইরেন খুব আঁটোসাটো এবং হাতব্যাগে ধরে যাওয়ার মত টর্চ। এখন এই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে ৩টে আধুনিক রঙে, সঙ্গে থাকছে ইউএসবি টাইপ-বি চার্জিং এবং তিনটে বৈচিত্র্যপূর্ণ লাইটিং মোড যা এটাকে নানারকম পরিস্থিতির জন্য নানা কাজের এক যন্ত্র করে তুলেছে। এই প্রোডাক্ট বাজারের ছক ভেঙে দেয়, কারণ মাত্র ২২৫/- টাকা দাম ধার্য করা হয়েছে। ফলে সাইরেন মহিলা ও বিপদের আওতায় থাকা মানুষদের জন্য নাগালের মধ্যে এসে গেছে এবং অপরিহার্য হয়ে উঠেছে। #AwaazUthaneyKaPower ক্যাম্পেন এবং প্রেরণাদায়ক ব্যক্তি ও সংগঠনের মাধ্যমে এভারেডি মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে বদ্ধপরিকর।

 

Related posts
ব্যবসা-বাণিজ্য

মেঘদূত ডিজিটাল প্লাটফর্ম এর উদ্যোগে কেনাকাটা থেকে বিনোদন,নানা সহায়তা দিতে এবার ডিজিটাল শপিং মল

নিজস্ব প্রতিনিধি – শহর জুড়ে একের পর…
Read more
ব্যবসা-বাণিজ্য

Shiprocket Unveils Same Day Delivery in Kolkata, continues to revolutionise eCommerce for India's MSMEs

Staff Reporter – Shiprocket, India’s leading eCommerce enablement platform, has launched…
Read more
ব্যবসা-বাণিজ্য

টেকনো-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কলকাতার চলচ্চিত্র ঐতিহ্যকে তুলে ধরলেন প্রখ্যাত পরিচালক শিবপ্রসাদ মুখার্জী

নিজস্ব প্রতিনিধি – বিশ্বব্যাপ…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *