Sunday, 9 February 2025
Trending

লাইফ স্টাইল

কলকাতা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’-এর দ্বিতীয় চিত্র প্রদর্শনী “চিত্র যেথা ভয় শূণ্য “

নিজস্ব প্রতিনিধি –

পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ, আবাসন, ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস এই প্রদর্শনীর সূচনা করেন। কলকাতা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’-এর দ্বিতীয় চিত্র প্রদর্শনী পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত তথা খ্যাতনামা আলোকচিত্রী অনুপম হালদার।


শনিবার ধর্মতলায় সিধু-কানু ডহর এলাকায় আয়োজিত এই প্রদর্শনী স্থল ঘুরে দেখে অনুপম হালদার জানান, “এই প্রদর্শনীতে যাঁরা অংশগ্রহণ করেছেন তাঁরা প্রায় সবাই বিভিন্ন সংবাদমাধ্যমের সাথে জড়িত। এঁদের প্রদর্শনীতে আসতে পেরে কৃতার্থ বোধ করছি।”

আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে , “মোট ২৩৩ টা আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনী চলছে, এর মধ্যে ৩৭ টা সাদাকালো আলোকচিত্রও রয়েছে। উৎসাহী ব্যক্তিগণ আগামী ৪ ফেব্রুয়ারী পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই প্রদর্শনী দেখতে পাবেন।”