এবার নিজের বিদ্যালয়ে সংবর্ধিত সঙ্গীতশিল্পী শুভজিৎ

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

নিজের বিদ্যালয়ে কৃতি প্রাক্তন ছাত্র হিসেবে সংবর্ধিত হলেন এসময়ের বাংলা গানের অন্যতম বিশিষ্ট তরুণ সঙ্গীতশিল্পী শুভজিৎ। ২০১১ তে বিদ্যালয় জীবন শেষ করে পা রাখেন কলেজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তথ্য বিজ্ঞানে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়ে বর্তমানে কিছু গবেষণামূলক কাজের পাশাপাশি এসময়ের বাংলা গানের ধারাকে অব্যাহত রাখতে বাংলা গান নিয়ে নানা ধরনের কাজ করে চলেছেন। এখনও পর্যন্ত ২৫ টির বেশি নতুন মৌলিক বাংলা গান গেয়েছেন শিল্পী, যার বেশিরভাগই তার নিজের কথা ও সুরে‌। সুতরাং সঙ্গীতশিল্পী হওয়ার পাশাপাশি একজন গীতিকার ও সুরকার হিসেবেও তার কাজ অত্যন্ত প্রশংসনীয়।

আর বহুল প্রসংশিত তরুণ প্রজন্মের এই শিল্পী এবার স্বীকৃতি পেলেন তারই নিজের বিদ্যালয় থেকে। শুভজিৎ সমাজ মাধ্যমে এই খবর ভাগ করে নেওয়ার পাশাপাশি এই সম্মান যে কতটা আবেগের তা-ও জানিয়েছেন। গত ৪ঠা অক্টোবর মছলন্দপুরের রাজবল্লভপুর উচ্চ বিদ্যালয়ের ( উঃমাঃ)

তরফে তাকে সংবর্ধনা জানানো হয়। বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী অপূর্ব রতন মিত্র, সহ শিক্ষক শ্রী মনজিৎ গাইন ও বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্রী হীরু মজুমদার মহাশয়ের উদ্যোগে ও আমন্ত্রণে বিদ্যালয়ের তরফে সদ্য প্রাক্তন সহ প্রধান শিক্ষক মাননীয় শ্রী কমলেন্দু দালাল মহাশয় এই সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনার পাশাপাশি গান গেয়েও শোনান তরুণ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় ও গুণী এই শিল্পী।

এ বিষয়ে শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান “এমন সংবর্ধনা যা আরও আরও ভালো কাজ করার উৎসাহ ও দায়িত্ব দুটোই অনেকাংশে বাড়িয়ে দেয় এবং আমার বিদ্যালয় এমন ধরনের কাজ সবসময়েই করে থাকে যার কারণে পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে নিজের নিজের জায়গা করে নিয়েছে, নিয়ে চলেছে। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অপূর্ব রতন মিত্র স্যার নিজেও অত্যন্ত বড়ো মাপের একজন অঙ্কন শিল্পী, অন্যতম সহ শিক্ষক মনজিৎ গাইন স্যার একজন বিশিষ্ট লেখক ও অত্যন্ত জনপ্রিয় সাহিত্যিক সুতরাং এমন মানুষ যাদের শিক্ষক হিসেবে পেয়ে আমরা সত্যিই গর্বিত। বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ পরিচালন সমিতির সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম, সকলের প্রতি রইলো আমার চির-কৃতজ্ঞতা।”

More From Author

ITC Sunrise Spices’ unique Spice Art Campaign Honors Womanhood 66 Pally

অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের উদ্যোগে- শের ই হিন্দুস্থান ও হিন্দুস্থান শ্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *