নিজস্ব প্রতিনিধি –
৬২১ নম্বর স্টল থেকে ‘ইবুকলিস্ট পাবলিশার’ তাদের চতুর্থ উৎসব সংখ্যা ‘ঊমা’-র প্রচ্ছদ প্রকাশ করল। ৪৮ তম ‘আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায়
প্রচ্ছদ প্রকাশের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রকাশক প্রসেনজিৎ গুচ্ছাইত জানিয়েছেন, “আমাদের চতুর্থ উৎসব সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন স্থপতি তথা চিত্রকর সৌরভ মিত্র।”
অপরদিকে সম্পাদক অনির্বাণ ভট্টাচার্য বলেছেন, “প্রতি বছর রথযাত্রার সময় প্রকাশিত হয় ‘ঊমা’। পরিবারের সব বয়সের সদস্যদের উপযোগী লেখায় পরিপূর্ণ থাকে এই পুস্তক।”
‘ইবুকলিস্ট পাবলিশার’-এর তরফ থেকে আরো জানানো হয়েছে, ‘৪৮ তম ‘আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা ২০২৫’ উপলক্ষ্যে ৫০ এর বেশি নতুন বই প্রকাশ করেছে ‘ইবুকলিস্ট’।’
প্রচ্ছদ প্রকাশ অনুষ্ঠানে ‘ইবুকলিস্ট’-এর তরফে প্রকাশক, সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা কৌশিক চট্টোপাধ্যায় এবং সহ সম্পাদক প্রীতম পুরকাইত ও মানব মীরা দে।
বলাই বাহুল্য “ইবুকলিস্ট পাবলিশার্স” এর সৃষ্টি প্রচ্ছদ “উমা”, প্রতিটি বই প্রেমী মানুষের দৃষ্টি আকর্ষণ করলো। আজ ২রা ফেব্রুয়ারী ২০২৫ “উমা” প্রচ্ছদের জন্ম লগ্ন হয়ে উঠলো অনুষ্ঠানিক। এও বলা যায় এই পুস্তকে প্রতিটি লেখা আট থেকে আশি সকলের কাছে গ্রহণযোগ্য।