নিজস্ব প্রতিনিধি –
সারা ভারতের প্রধান শহরগুলি থেকে প্রায় ৭০ হাজার প্রতিযোগী অনেকগুলি ধাপ পেরিয়ে পৌঁছে যায় জাতীয় চ্যানেল সনি টিভি আয়োজিত ইন্ডিয়ান আইডলের মঞ্চে।
এত জনের মধ্যে সেরা ১৫ জনকে মূল পর্বে বেছে নেওয়া হয়। এই মূল পর্বে যাওয়া ১৫ জনের মধ্যে কলকাতার বাসিন্দা সুরজিৎ দত্ত ও পিয়ালী দত্ত কনিষ্ঠ পুত্র প্রিয়াংশু দত্ত ছিলেন।
ক্রমশ আরো অনেকগুলি ধাপ পেরিয়ে প্রিয়াংশু অবশেষে এই সংগীত প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করে। যা আমাদের বাংলার গর্ব বলে মনে করি।

কলকাতায় ফেরার পরেই প্রিয়াংশুকে প্রথম সংবর্ধনা জানায় ‘আইকনিক’ ইভেন্ট প্ল্যানার এবং তার ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়ার জন্য শুভ কামনা জানায় ।
প্রিয়াংশু কোনদিন কারো কাছে তালিম নেয় নি। প্রিয়াংশু শুধুমাত্র ইউটিউব থেকে বিভিন্ন শিল্পীর গান শুনে চর্চা করে ও আপনাদের সবার আশীর্বাদেই এই জায়গায় পৌঁছেছে।
তাই কলকাতার বিখ্যাত “আইকনিক” ইভেন্ট প্ল্যানারের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিল প্রিয়াংশু দত্তকে।