আই,এ,এস শ্রীমতি নেহা ব্যানার্জি তৃতীয় বঙ্গনারী সম্মানে সম্মানিত হলেন

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

রেড ওয়াইন এন্টারটেনমেন্ট’ -এর উদ্যোগে এবং ‘টবিন’-এর উপস্থাপনায় তৃতীয় পর্যায়ের ‘বঙ্গনারী সম্মান’-এ সম্মানিত হলেন ‘ভারতীয় প্রশাসনিক কৃত্বক’-এর অন্যতম আধিকারিক নেহা ব্যানার্জি। বিধাননগরের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার-এ এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মাননা তুলে দেয় আয়োজক সংস্থা।

পুরস্কার বিতরণী মঞ্চে আয়োজক সংস্থার তরফে উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

More From Author

যতীশ কুমারের বহুল প্রশংসিত বই ‘বর্ষী ভর আঁচ’ নিয়ে শিয়ালদহের বিসি রায় ইনস্টিটিউটে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়

‘শতরঞ্জ কে হিরোস্’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *